1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

স্বভূমি

সিফাত হালিম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭৪০ বার
শুধু এই চাই,
ফিরে পেতে নিজ দেশ,
যা আমাদের লাল সবুজের ভূমি,
আমাদেরই বাংলাদেশ।
যদি তোমরা চাও,
খন্ড-বিখন্ড করো মাথালি মাথার কাস্তে ধরা কৃশহাত,
কিন্তু আমরা থাকবো কর্ষিত মাটির
ইঞ্চি ইঞ্চি প্রতিটি শস্যকণায়,
শাসন-অনুশাসনে শোষিত লাঞ্ছিত,
আমাদের রক্ত কণিকায় মিশে আছে অধিকারের সবল নিশ্চয়তা।
আমরা ঘুমাবো মাদুর পাটি বিছানো আর কুঁড়েতে নয়, দালানে,
সকালের বাসি-পান্তা নয়, উদোর পূর্তি করবো গরম ভাতে,
পড়বো পথে ঘাটে নয়, স্কুল বিশ্ববিদ্যালয়ে।
শুধু একটি দিনের যুদ্ধ নয়,
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সফল যুদ্ধ,
আর ত্রিশ লক্ষাধিক প্রাণের বিনিময়ে অর্জিত দেশে,
আমরাই তৃপ্তির তৃষ্ণা মেটাবো কর্দমাক্ত জলে নয়,
অমৃত সুধা স্বাধীনতার স্বচ্ছ চকচকা জলে।
আমরাই থাকবো,
আমাদের স্বাধীন ভূমে,
যা আমাদেরই স্বভূমি,
আমাদেরই বাংলাদেশ।
লেখকঃ সিফাত হালিম, ভিয়েনা, অস্ট্রিয়া।
এ জাতীয় আরো সংবাদ