1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:

অস্ট্রেলিয়ায় আ’লীগ নেতা চুন্নুর শোক সভা ও শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান

দিনলিপি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বার

গত ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ সিডনির রকডেলের ইন্দ্রানী ফাংশান সেন্টারে এ শোকসভার আয়োজন করা হয়। সুদীর্ঘ আড়াই যুগ ধরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন তিনি। ছিলেন বাংলাদেশি কমিউনিটির ভীষণ জনপ্রিয় মুখ। আপাদমস্তক শুদ্ধ রাজনীতির পতাকা বহন করে চলা সেই মহান পুরুষের নাম প্রদ্যুৎ সিং চুন্নু।

সিডনীর আলোকিত মানুষ গুলো উপস্থিত হয়েছিলেন প্রয়াত চুন্নু ভাইয়ের শোক সভায়। ঐ দিনটি ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বক্তারা একই সাথে প্রদ্যুৎ সিং চুন্নু এবং ভাষা শহীদদের স্মরণ করলেন গভীর শ্রদ্ধার সাথে। অনুষ্ঠান শুরুর আগেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। জনাব কচি অনুষ্ঠান সঞ্চালনার জন্য মাইক্রোফোন তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি জনাব গাউসুল আলম শাহজাদার হাতে।

প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তেলাওয়াত করেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রিপন। শ্রী মদ্ভগবৎ গীতা থেকে পাঠ করেন ডঃ রতন কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল খান রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আইনজীবী ডঃ সিরাজুল হক। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সাবেক অস্ট্রেলিয়ান সাংসদ Hon Pat Farmer AM., ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত শিক্ষক ডঃ মাসুদুল হক, বিজ্ঞানী, কলামিস্ট, লেখক ডঃ রতন কুন্ডু। প্রধান আলোচক হিসেবে ছিলেন সিডনীর ম্যাকুয়ারি ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন ও এমিরেটরস প্রফেসর ডঃ রফিকুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের (সিডনী) সভাপতি জনাব গাউসুল আলম শাহজাদা। মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভানেত্রী বেগম বিলকিস জাহান।

একে একে প্রয়াত প্রদ্যুৎ সিং চুন্নু এবং একুশের তাৎপর্য নিয়ে কথা বলেন বাসভূমি টেলিভিশনের পুরোধা, লেখক, সাংবাদিক আকিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ মেলবোর্নের সভাপতি ডঃ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক ডঃ রাসেদুল হক মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনীর সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রিপন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান রিতু। এ ছাড়াও বক্তব্য রাখেন ক্যান্টারবাড়ি কাউন্সিলের সাবেক কাউন্সিলর এবং বাংলা কমিউনিটির জনপ্রিয় মুখ শাহে জামান টিটু। পি এস চুন্নুকে নিয়ে বিশেষ উপপাদ্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ডঃ রতন কুন্ডু।

পুরো অনুষ্ঠানটি দারুন বুদ্ধিমত্তা এবং দক্ষতার সাথে সঞ্চালনা করেন গাউসুল শাহজাদা আলম। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মেহেদী হাসান কচি। ব্যানার নির্মাণ এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক ও দিনলিপি নিউজ ডটকমের চেয়ারম্যান এস এম দিদার হোসেন। বিশেষ কৃতজ্ঞতায় এইচ এম লাবু, শহিদুল ইসলাম, শাহ কামাল প্রমুখ। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ডঃ সিরাজুল হক সভাপতির ভাষণের পর সবাইকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ জাতীয় আরো সংবাদ