1. successrony@gmail.com : Mehedi Hasan Rony :
  2. arif_rashid@live.com : Arif Rashid : Arif Rashid
  3. meherunnesa3285@gmail.com : Meherun Nesa : Meherun Nesa
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

ব্যাখ্যা

সিফাত হালিম, ভিয়েনা, অস্ট্রিয়া।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮২২ বার

আমি অপেক্ষা করতে পারি,

আমার কোনো তাড়া ছিল না, ভালোবাসার জন্য।
ভালোবাসারা বারবার আসে এইভাবে,
কখনও খয়েরী, কখনও লাল রঙে,
ইচ্ছাৱ খিড়কীর দুয়ারে হেলে অনায়াসে ভালোবাসার আহলাদী মুখ,
কখনও সহজ সুখে কখনও ভর দেয় দুখে।

তবে কি সব ভালোবাসায় সুখের মতো দুঃখের বসবাস,
নয় তো কি?
ফুল ভালোবেসে মানুষ সয় ক্যানো কাঁটার আঘাত?
বোবা চোখে জল ঝরায় ক্যানো যুগের প্রেমিক দেবদাস?

এভা আমার কেউ না?
সহজে ভালোবেসে ফ্যালে।
তাকে অস্বীকার করে হাসতে গিয়ে ক্যানো নিজেকে অনেকখানি পুড়িয়ে ছাই করে,
বলপেনে লিখে ফ্যালি আহত লিরিক ।
তার অভিমানী চোখের তারার জল,
টোকা দিলে ক্যানো উল্টে আছড়ে পড়ে আমার খাতার আকাশে,
বুকের ভেতর উল্টে ক্যানো প্লাবন?

এভা আমার কে?
আমি অপেক্ষা করতে পারি,
সব ভালোবাসারই দুঃখ – আবেগ আছে,
ভালোবাসায় গোপন একটা চাহিদা আছে,
আমরা খুব সহজেই ভালোবেসে ফেলি।
একেকটা প্রেমে একেকজন বিশ্ব প্রেমিক বনে যাই।

এ জাতীয় আরো সংবাদ